যাযাবর

যাযাবর
____নিয়াজ মাহমুদ

মানবের তরে যার
নেই অবদান,
যাহার আদেশে হল
কুলুষ ঘটন,
যিনি এই পাতকের
মহা কারিগর;
সবে যাযাবর তারা
সবে যাযাবর॥

পাপের কর্মে যিনি
করেনাকো মানা,
প্রতিবাদে ভীরুবল
জগতে যে জনা,
অন্যায়ে বাধা দান
করেনা যে আর;
সবে যাযাবর তারা
সবে যাযাবর॥

0.00 avg. rating (0% score) - 0 votes