হেম কদম্ব
___নিয়াজ মাহমুদ
বক্র ফাঁদের মায়ায় ঘেড়া
সরস শাখার বেস্টণে,
লুকায়ে রয়েছে হেম কদম্ব
পত্রপুষ্ট উদ্যানে॥
আমিগো সেথায় ছায়ার মোহে
পিষ্ট হেলায়ে বসিগো তাহে
লোলুপ কায়ায় জৌবন দহে
মরিগো আমি চরণে।
লুকায়ে রয়েছে হেম কদম্ব
পত্রপুষ্ট উদ্যানে॥
এমনো সুধা মধু কোথা নাই
পুষ্পে তোমার যাহা কিছু পাই
পল্লবে তোমার পলকে হারাই
চপলো রসিক জৌবনে।
লুকায়ে রয়েছে হেম কদম্ব
পত্রপুষ্ট উদ্যানে॥