জিব্রাইলের বানী
___নিয়াজ মাহমুদ
কতটা পথ পেরিয়ে এলাম
তোমার দরোজায়;
তুমি গেলে নবী নববীতে
মাওলার সেজদায়!
সুবহানাল্লহ!সুবহানাল্লহ!
মারহাবা,হাবিবী!
খোদার নূরে মহিমান্বিত
মসজিদে নববী।
মিলেছে যেথায় অবলিলায়
মাওলার আসমান;
বিশ্ব হাসিলো,নয়ন ভরিলো,
জুড়াল আমার প্রাণ।
ইয়া হাবিব, ইয়া হাবিব
সালামু ওয়ালাইকা।
রহমাতাল্লিল আলআমীন,
সালামু ওয়ালাইকা।