জননী

জননী
___নিয়াজ মাহমুদ

ওগো জননী,গর্ভধারিনী
তোমাকেই বাসি ভালো।
তুমি যে আমায় করেছ লালন,
জঠরে তোমার করেছ ধারণ,
তোমারই কারনে এদুটি নয়নে
দেখেছি ধরার আলো।
তোমাকেই বাসি ভালো।

ওগো জননী,জনম দুঃখিনী
চির কাল থেকো সুখে।
তোমারি কারনে এসেছি ভূবনে,
সয়েছো আঘাত কতনা জীবনে,
শত অন্যায় অপরাধ তুমি
সয়েছো হাসি মুখে।
চির কাল থেকো সুখে।

জগতের মাঝে জননী আমার
তুমিই আপন জন।
তোমার দুগ্ধে শিরায়,শিরায়
করেছে হৃষ্ট-পুষ্ট আমায়।
মায়া-মমতায় কানায় কানায়
ভরিয়ে দিলে মন।
তুমিই আপন জন।

0.00 avg. rating (0% score) - 0 votes