ছিঃ কবি ছিঃ

বিষয়: শিশু শ্রম]

ছিঃ কবি ছিঃ
___নিয়াজ মাহমুদ

যারা আগামীর এই পৃথিবীর
অনাগত ফুল গুলো;
তাদের কেন বেঁচে থাকা আজ
হুমকি হয়ে গেল?

তারা কেন হবে এই শৈশবে
রাজপথের হকার?
কেন এই ভবে বঞ্চিত রবে
তাহাদের অধিকার?

তারা কেন আজ পথের ধূলোয়
হবে বাবুদের দাস?
তবুও জোটেনা অন্ন মুখে
ঠায় ঠায় উপবাস।

যারা আগামীর এই পৃথিবীর
জাতির কর্ণধার;
তারা কি দেখেনা দুচোখ জুরে
স্বপ্ন অনির্বার?

তারা কোন ভূলে লাঙলে-জোয়ালে
যন্ত্র,কলের ষাড়?
তাদের কি নেই স্বপ্ন দেখার
এতটুকু অধিকার?

তারা কি সমাজে পাবেনা মমতা
কেউ দিবেনা আদর?
কেউ কি দিবেনা গতরে তাদের
জড়ায়ে শিতের চাদর?

তারা কেন আজ টোকাই হবে
বিবেকের পরিতাপ;
ছিঃ কবি ছিঃ তুমিও
জগতের অভিশাপ।

0.00 avg. rating (0% score) - 0 votes