চাওয়া

চাওয়া
___নিয়াজ মাহমুদ

আমি তাহারই কাছে চির ঋণী;
যে সকল মানবেরে করিছে লালন
মানবের বাদশাহ যিনি।

আমি তাহারই কাছে করি
সব হিত কামনা,
তাহারই কাছে চাহি ভিক্ষা;
আছে যত চক্র,কু-মন্ত্রনা
উহা থেকে কর মোরে রক্ষা।

0.00 avg. rating (0% score) - 0 votes