কলিকাল
___নিয়াজ মাহমুদ
আসিতেছে কলিকাল…
কালে কালে যত ঘড়কুনে নারি
ধরিবে দেশের হাল।
কহিবে পতিরে সার্ভেন্ট তুমি
টিপিয়া দাওনা পা।
চায়ের পাতিলে পানি দাও গে
ঢিপ ঢিপ করে গা।
পতি কহিবে একি মুছিবত
ক্ষমা কর ‘মা’ মোরে।
পাশের বাড়ির রত্না আমায়
অফার করেছে ভোরে।
এত দিন তারে, ইপটিজিং ভেবে
টয়লেটে লুকাতাম।
আজিকে বলিব দেহ-মন রতোনা
তোমাকেই সোপিলাম।