উপহার

উপহার
___নিয়াজ মাহমুদ

পৃথিবীর সব রঙ মুছে যাবে,
থেকে যাবে পৃথিবী আমার;
সন্ধ্যার আধারে হারিয়ে যাব,
ফিরে আমি আসিবনা আর।

তোমার ঘৃণাটুকু দাও উপহার
আজ সবই লাগিতেছে মনে;
দুদিনের দুনিয়াতে সবকিছু চাই
জীবনের সবটুকু বাঁচার মানে।

খসিবে দু’নয়ন মাটিতে আমার
চুল গুলো ঝরে পড়ে যাবে।
নশ্বর কলেবর সে আমার নয়
অস্তিগুলো সব খুলে পড়ে রবে।

তবে কেন অপূর্ণ রবে এ হৃদয়
যত দিন আছে এ জীবন।
সকল কষ্ট গুলো দাও উপহার,
অতটুকু কষ্টে ভরেনাকো মন।

0.00 avg. rating (0% score) - 0 votes