অতীতের অনুভূতি
___নিয়াজ মাহমুদ
একি পুরাতন আজিকে কেন
নতুন করে এলে।
স্মৃতির প্রদীপ কিকরে আবার
হৃদয়ে দিয়াছো জ্বেলে।
মনেপড়ে যায় কতযে কথা
মনেপড়ে যায় স্মৃতি।
মনেপড়ে কত গানের আড্ডা
মনেপড়ে কত প্রীতি।
সময়ের টানে হারিয়েছে কত
ছোট্ট, ছোট্ট গাথা।
হারিয়ে গেল জীবন থেকে
কতনানন্দ ব্যাঁথা।
কতযে সময় পেরিয়ে এলাম
থামেনা কালের গতি।
হৃদয়ের মাঝে রেখে গেল
শুধু অবিরাম অনুভূতি।