অকাজে নিষ্ফল

অকাজে নিষ্ফল
___নিয়াজ মাহমুদ

গেলাম বাড়িতে
ভোজন সারিতে
ভোজন থালায় ফুল!
ক্ষুধার জ্বালায়
প্রাণ বুঝি যায়
অসময়ে কেন ভূল?

গেলাম বাহিরে
খুজিতে চাহিরে
ছেলেটা কোথায় গেল।
দেখিলাম শেষে
গোরের পাশে
বকিতেছে এলোমেলো।

আঙিনায় আসি
বাঁধিলাম রশি
আম্র শাখার সনে।
ভাবিতেছি একা
কি কারনে স্যাকা
খাইলাম জনে জনে।

ভাবিতেছি একি!
পাগল হল কি?
ছেলে ও তার মায়।
কাজের কাজ রাখি
একি মাখামাখি
পাগলের ভূমিকায়।

সুনাম রয়েছে
আনাচে কানাছে
বিজ্ঞ রাখাল নামে।
গরু, ছাগল
পথের পাগল
পোষ মানালাম গ্রামে।

একি মুছিবত
মস্তকে হাত
আমারই পরিবার!
পোষ মানেনা
শুনেও শোনেনা
বোঝালাম কতবার।

বলিলাম পরে
ছেরে দেনা ওরে
কিসের এ সংসার।
মরিলেও কভু
জুটিবেনা তবু
এতটুকু দোয়া আর।

0.00 avg. rating (0% score) - 0 votes