যাযাবর-২

যাযাবর-২
___নিয়াজ মাহমুদ

জুগ-জুগ ধরে কত ভবঘুরে
আসে আর ফিরে যায়।
কত নদী জল কত ফুল-ফল
বয়ে আর ঝরে যায়।

সময়ের গাড়ি চলে তরিঘড়ি
লাগাম ছাড়া যেনো ঘোড়া;
থামিবার নয় স্রোতের ন্যায়
পথিক আমি দিশেহারা।

প্রতি দমে-দমে পরমায়ু কমে
কিসের জগৎ সংসার।
আমি যাই রণে জায়া যায় বনে
রেখে দেনা সব অধিকার।

দিন গেল বয়ে কাজ গেল রয়ে
এলোমেলো ভবসংসার।
এসে এই ভবে ফিরে যেতে হবে
নামটি আমার যাযাবর।

0.00 avg. rating (0% score) - 0 votes