প্রভাত

প্রভাত
___নিয়াজ মাহমুদ

উঠেছে প্রভাত রবি ঘন কুয়াশায়
আঁধারের বুক চিরে আলোর নেশায়।
আমরা নবীন যত
প্রভাত রবির মত
জেগেছি এ পৃথিবীর ঘন তমসায়।
যদি এই পৃথিবীটা আলোকিত হয়।

ফুটেছে প্রভাতে ফুল সুবাস ছড়ায়
কত শত নাসিকারা বিমোহীত হয়।
আমরাও ফুল হব
মমতার চুমু নেব
হাসিতে ভরিয়ে দেব প্রভাত বেলায়।
যদি এই পৃথিবীটা সুবাসিত হয়।

মুছে ফেলো পৃথিবীর যত সংঘাত,
এক সাথে চলো সবে হাতে রেখে হাত।
এখনি সময় তার
জীবনটা গড়বার
সময় ফুড়িয়ে গেলে অভিসম্পাত।
ফিরে আর আসিবেনা এমন প্রভাত।

0.00 avg. rating (0% score) - 0 votes