নিঃসঙ্গ রাত
___নিয়াজ মাহমুদ
পায়ের নিচে বিশাল পৃথিবী
মাথার উপরে আকাশ।
ফুলের সুবাসে শন-শন-শন
বইছে স্বাধীন বাতাস।
চাঁদের আলোয় মুখর রজনী
দিঘির জলেরা হাসে,
পাতায়-পাতায় জোনাকী জ্বলে
কেউ নেই আসে-পাশে।
জেগে-জেগে রাত তারাদের সনে
অনেক হয়েছে কথা;
ঘুম নেমেছে দু’চোখে আমার
ভূলে গেছি কিছু ব্যাথা।
আজ আর নয় সাথীরা আমার
দূর আকাশের শশী,
তোমরা ছাড়া কেউ নেই পাশে
তোমাদেরই ভালোবাসি।