মনে আছে সেই মেয়েটি
যে জীবনানন্দ দাশের নিকটতর হল না;
হঠাৎ ই তার দেখা পেলাম আমি।
ভাবনার কোন এক যাত্রা বিরতিতে
কয়েক মাস পর, বছরও হতে পারে
অবশেষে সে চেয়ে দেখল আমার দিকে।
পাখি নই তবুও হতে চাইলাম
ভাবলাম পাখিই হব এবার
অথবা এই আসছে সামনের জীবনে;
ভাবলাম নিয়ে যাব তাকে কুয়াকাটায়।
শীতের কুয়াসা ভোরে
মনপুরায় দেখা হবার কথা;
সবই ঠিক ঠাক ছিল
আমরা পাশা পাশি উড়ে যাব।
মন পুরা থেকে কুয়াকাটায়
কোন যাত্রা বিরতি নয়।
লালাভ বিকেলের আকাশ
দেখে দেখে
আমরা দু’জনেই
এক সময় বেশ কান্ত ছিলাম
গত কয়েক জীবন।
আহারে
হেমন্ত আর পুরাল না।
এ জীবনে সে বাতাসী হয়েই জন্মাল;
আমি হলাম বাউল;
সে খুজছে কাকে? আর আমি?
কেউ ই আকাশের দিকে তাকাল না।
সেই মেয়েটিকে আর ভালবাসা হল না,
এক সময়
বাদামের খোসা ভেবে আমার ভালবাসা
কোখায় যেন ফেল দিল সে।
মনে আছে সেই মেয়েটি
যে জীবনানন্দ দাশের নিকটতর হল না;
দেখি, আসছে জীবনে কি হয়!
২১ সেপ্টেম্বর ২০১৫
কাহিনীটা শেষ হলো না ৷ অপেক্ষায় আছি বসন্তের জন্য ৷