ভাঙ্গা খাঁচা
___নিয়াজ মাহমুদ
আমার এমন ভাঙ্গা খাঁচায়
পুষতে পারিনা পাখি।
তাইতো মনের স্বপন গুলো
যতন করে রাখি।
আসবে পাখি খাঁচায় আমার
থাকি আশায় আশায়।
পাখি সুধায় কিবা আছে,
তোমার ভাঙ্গা খাঁচায়?
আমি বলি আমার খাঁচায়
তোমার কিছুই নেই।
আমার দেহের প্রাণটা পাবে
ভাঙ্গা খাঁচাতেই।
পাখি সে গায় আবোল-তাবল
আমি শুনি গান।
বোকার স্বর্গে ছড়ায় সে সুর
জুড়ায় আমার কান।
পাখি নাচে শাখায়-শাখায়
আমি অধম নিচে,
হাতে নিয়ে ভাঙ্গা খাঁচা
ঘুড়ছি পাছে পাছে।
আর দেখিনা তোরে পাখি
কোথায় খুজে পাব?
পাখির পথে পাখি গেলো
আমি কোথায় যাবো।
কে তুমি ভাই ক্লান্ত পথিক
কোথায় চলছো ভাই?
বইবো কি আর’ভাঙ্গা খাঁচা’
আমার সাধ্য নাই।