স্বর্গের রাজধানী

স্বর্গের রাজধানী
___নিয়াজ মাহমুদ

ও প্রেম আজিকে সঙ্গা তোমার
হারিয়ে ফেলিলেম;
আর কতটা বাসিলে ভালো
বলা যায় তারে প্রেম?

তোমার চলার সিমাহীন পথে
আমি যে পথিক ভাই,
খুজতে খুজতে সিমানা তোমার
বারে বারে হেরে যাই।

তোমারই কারণে তাহার চরণে
সোপিয়াছি মোরে হেসে;
তাহারই কারণে নির্জণে কত
অশ্রু পড়েছে খসে।

তোমারই কারনে গড়েছি হৃদয়ে
মসজিদে হেরেম;
আর কতটা সাজালে হৃদয়
বলিবে উহারে প্রেম?

ও প্রেম,তুমি কি গগন ভরা
লক্ষ তাঁরার মেলা?
ও প্রেম, তুমি কি লক্ষ হৃদয়ের
হাসি-কান্নার খেলা?

তবে কি প্রেম শুধুই আমার,
আমাকে করেছ ধনী?
তবে বলি প্রেম,হৃদয় আমার
স্বর্গের রাজধানী।

0.00 avg. rating (0% score) - 0 votes