শুরু থেকে শেষে । শফিক তপন
————————————————-
তোমার আছে শান্ত নদী যেথা অথৈ স্বপ্নের ধারা,
আমার আছে গগণ চুম্বী পাহার প্রেমে পাগলপারা ।
তোমার আছে কান্নার জল দুই চোখ গড়িয়ে পড়ে,
আমার আছে বুক যেথা তোমায় রাখব যত্ন করে ।
তোমার আছে অনন্ত ভালবাসার এক নীল আকাশ,
আমার আছে সেথা পরশ বুলানর বাউলি বাতাস ।
তোমার আছে বসন্ত যেথা ফুল ফোটে গন্ধ ছড়ায়,
আমার আছে মন ভ্রমর গুণ গুনিয়ে বুক ভরায় ।
যার যা আছে আর না আছে তা করে অদল বদল,
মিলেমিশে একসাথে চলব দিনমান করে কোলাহল ।
একপাশে আমি অন্য পাশে তুমি শুরু থেকে শেষে,
উভয়ের তরে উভয়ই নিবেদিত অনেক ভালবেসে ।