শুভমিতার বাসন্তী সুরেলা সন্ধ্যা

শুভমিতার বাসন্তী সুরেলা সন্ধ্যা
———————-

স্বাগতম ক্যানবেরার সঙ্গীত সন্ধ্যায় তোমাকে শুভমিতা,
কোকিল কণ্ঠে গেয়ে গান জুরিয়ে প্রাণ তুমিতো নন্দিতা ।
তুমিইতো এনেছো উপহার সুবর্ণ সঙ্গীত আমাদের জন্য,
তাই ক্যানবেরার ভুবনে চিন্ময়ী বাসন্তী সন্ধ্যাটি অনন্য ।

ক্যানবেরা বাসী যায় হারিয়ে তোমার ঐ সুরভিত সুরে,
তারই মহিমায় তুমি জেগে রইবে সকলের হৃদয় জুড়ে ।
তোমার গানে গানে লাগিছে দোলা সকলের প্রাণে প্রাণে,
ভালোলাগার মধুরিমায় মন ভরিছে সুরের টানে টানে ।

তোমার কণ্ঠময় ঝংকৃত হয় এক অপূর্ব সুরেলা তান,
ভাললাগিয়ে ভালবাসিয়ে সে গান ভরিয়েছে সদা প্রাণ,
গানের সুমিষ্টি সুরের মূর্ছনার সনির্বন্ধে ভরে যায় মন,
সঙ্গীতানুরাগীরা সে উদ্বেলতায় স্বপ্নে হারায় তত ক্ষন ।

শফিক তপন
ক্যানবেরা
১১-৯-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes