শিল্পী

শিল্পী
___নিয়াজ মাহমুদ

শিল্পীর ভালবাসা
অত ছোট নয়।
গানে গানে ভরাবেই
সবার হৃদয়॥

কেউ ছোট বড় নয়,
নয় কেহ ভিন্ন;
শিল্পীর ভালবাসা
মানুষের জন্য।
শিল্পীর সুখ-দুঃখের
খবর কে নেয়॥

কেউ হাসে কেউ কাঁদে
আসে-পাশে কেউ নেই
শুধু এক গান আছে
হৃদয়টা ভরাবেই।
শিল্পীর হৃদয়ের
খবর কে নেয়॥

গানেরও হৃদয় আছে
আছে তার জীবন;
সুরে সুরে ভরে রাখে
সারাটা ভূবন।
শিল্পীর সে সুর
একার তো নয়॥

0.00 avg. rating (0% score) - 0 votes