তুমি নেই; কিছু নেই
___নিয়াজ মাহমুদ
কত দিন যে পেরিয়ে এলাম
একই সূর্য্য ওঠে।
কত রাত গেল পলে পলে
আজো হাসনাহেনা ফোটে।
কত কাল ধরে দেখে এলাম
একই তমালের সারি
আগের মতই দাঁড়িয়ে আছে
নিথর বাগান বাড়ী।
ঘরটা আমার যেমন ছিল
তেমনই দিঘির কাছে।
শানবাঁধানো ঘাটে আজও
শ্যাওলা জড়িয়ে আছে।
কত শত জন পথিকের দেখা
আজো মেলে পথে পথে;
আজো আছে মাঝি বৈঠা হাতে
তটিনীর সৈকতে।
আগের মতই ঘুড়ছে পৃথিবী
দিন রাত আসে যায়;
এখনো আছে সমাজ জীবন
মানুষের দুনিয়ায়।
বেঁচে আছি আমি তেমন করেই
আজো আছে সেই কায়া।
শুধু বেঁচে নেই মনের মাঝে
দুনিয়ার মোহ মায়া।
যাহা কিছু ছিল এই বসুধায়
তেমনই আছে পড়ি;
শুধু তুমি নেই আজিকে আমার
গৃহে লক্ষ্মী নারী।
নেই তুমি নেই তাই কিছু নেই
সব কিছুই মড়া।
আর কিছু নেই নিঠুর ভূবনে
তোমারই আদলে গড়া।