জীবন ছন্দময়
___নিয়াজ মাহমুদ
আজি ফুড়ালো আমার গান
আর জুড়াবেনা কভূ মন
কলমের কবিতায়।
জীবন আজিকে বড়ই চঞ্চলা,
দুটি প্রাণ মিশে যাবে
আজি দু’জনার মোহনায়।
আজি হবেনাকো লেনা-দেনা
কোন গোলাপ,বকুল মালা
আজি এ দেহে আগুন লেগেছে
অনন্ত তার জ্বালা।
আজি ভূলিবেনা কিছুতেই
এ মন আমার হারিয়ে গেছে
সুদূর সিমানায়।
আর করনাক ছলা-কলা
আর হবেনা কিছুই বলা,
আসিয়াছ অসময়।
আজি জীবনের কবিতা হবে
কোন কলমের কথা নয়।
আর কিছু নেই কলমের কালিতে
জীবনই ছন্দময়।