কেমন মেয়ে । শফিক তপন ১-৪-২০১৫
—————————————————————-
মেয়েটি যদিনা
লক্ষ্মী হয় তবে তো সে নয় মোটেই ভালো,
দেখতে হউকনা
যেমন তেমন কিংবা হউকনা একটু কালো ।
চোখ যদি না
হয় টানা টানা যদি না থাকে দীঘল কেশ,
নাক যদি নাহয়
বাঁশির মত তবে কেমন লাগে তার বেশ ।
রূপটি হউকনা
যেমন তেমন যদি তার মনটি নাহয় ভালো,
জ্বালিয়ে প্রেমের
প্রদীপ সে মেয়ে কেমনে করবে হৃদয় আলো ?
মেয়েটি রাঁধতে
জানে আবার যদি বাঁধতেও জানে তার চুল,
মন মন্দিরে তারে
বসাতে কভু কোনো পুরুষের হয়না ভুল ।
আনন্দে বেদনায়
সুখে দুখে মেয়েটি যদি সর্বদা থাকে পাশে,
পুরুষের কাঙ্খিত
স্বপ্ন কন্যা এমন মেয়েকে কেনা ভালবাসে ?