অন্ধ বালিকা

অন্ধ বালিকা

————নিয়াজ মাহমুদ

মনমন্দিরে সুখ নেই আজি,
অন্ধ বালিকা;
অসময়ে কেন এসেছো দ্বারে
ক্রুদ্ধ রাধিকা?

সকলে দেখিলো বন্ধ দুয়ার
তুমি পেয়েছো খোলা!
তাইত কখনো নজরে পড়েনি
দুয়ারে ঝোলানো তালা।

তোমার উপড়ে কতটা রেগেছি
দেখতে পেতে যদি;
কিকরে দেখিবে,ভালবাসা মোর
বাঁধভাঙা এক নদী।

যতটা আমার রাগ-অনুরাগ
তার চেয়েও বেশি তুমি,
তাইতো তোমায় একটু শাসাতে
কখনো পারিনি আমি।

তাই বলে কি বেপরয়া তুমি
রয়ে যাবে রাধিকা?
আর কতকাল অন্ধ থাকিবে
অন্ধ বালিকা?

0.00 avg. rating (0% score) - 0 votes