স্বচক্ষে দেখেছি আমি বিধাতার পৈশাচিক রূপ
মিরপুর ফার্মগেট থেকে ইস্কাটন কিবা গুলিস্তানে,
ক্ষুধার্ত মৃতের পরে সভ্যতার দালানীয় টোপ
কীভাবে মানুষ বধে মাঝরাতে, ভোরে অশ্রুবানে।
দেখেছি সন্তান কোলে স্তন্যদাত্রী মা’র তিক্তমুখ,
স্কুলের বয়সী শিশু পেট বেঁধে ঘুমে ডাস্টবিনে;
ভবিষ্যতহীন কুলি রাস্তাপাশে চাপড়ায় বুক,
পরিত্যক্ত স্বপ্নগুলো বন্ধচোখে মৃত্যুদিন গুণে।
অভিজাত অট্টালিকা, নাটমঞ্চ, হোটেল-বিধাতা
রাস্তায় নিষ্ঠুর খুব কাল্পনিক পিশাচের প্রায়,
ধনীতে দয়ার্দ্র দিলে রিক্ত তরে ক্রোধ কৃপণতা
অনন্ত জিঘাংসা যেনো গ্রীষ্ম-বর্ষা, নগ্ন কুয়াশায়।
এদের ভ্রান্তিই বুঝি নি:স্ব হয়ে জন্ম নিছে যেচে,
তার তীব্র শোধ নিতে আবির্ভূত দেবতা পিশাচে।