সুখ শব্দটি এক অতৃপ্ত আত্নার প্রশান্তি
সুখ মানে বৈশাখী রোদে
গাছের ছায়ায় বসে থাকা
সুখ মানে অপ্রাপ্তির মাঝে
প্রাপ্তিকে দেখা
সুখ মানে জাগ্রত স্বপ্নের মাঝে
অদেখা স্বপ্নকে দেখা
সুখ মানে রৌদ্র নীল নিরবতায় একা থাকা
সুখ মানে গানের মত শরীরে
সুর অনুভব করা
সুখ মানে অমানিশার রাতে
জোস্না ধারার শিখা…..
সুন্দর প্রকাশ