একাকী মুহূর্ত

এলেই তবে….অনেকদিন পরে
কতক্ষণ? হয়তবা বেশিক্ষন না
ফিরে যেতে হতে পারে…

অলিখিত দেনার ধার করা সময়
রেখে যাবে কিআজ?
সময়েরই হাত ধরে…

একাকী মুহূর্ত গুলো তবুও শিক্ষনীয়
যদিওবা সময়গুলো দীর্ঘায়ীত হয়
ভালোবাসার অনাদরে……

0.00 avg. rating (0% score) - 0 votes