অসমাপ্ত কিছু কথা জীবন যাপিত সময়

অসমাপ্ত কিছু কথা জীবন যাপিত সময়
ঘড়ির কাটার সাথে নিবিড় আথিতীয়তা
অবাধ চাড়ন ক্ষেত্র এই ঘর গেরস্থালী
পৃষ্ঠপোষকতায় জীর্ণ শীর্ণ মন তারই অনুভূতি
অসচ্ছল এই চাওয়া পাওয়ার সংসার
অনুজ্জ্বল ভালোবাসার মৌলিকতা…
মুসাফির আমি, সময় আজ যাযাবর অসময়ের
হাত ধরে এ জীবন কাটে কাটুক
অসমাপ্ত দিন রাত আজ্ঞাবহ গেরস্থ,
এ জীবন অর্থহীন হলে ক্ষতি কি?
মুল্যায়িত পসরা সাজানো ভালোবাসা
ভালোবাসাহীন বণিক সভ্যতা…

0.00 avg. rating (0% score) - 0 votes