অবসান

অবসান
এম,এ,এইচ রাজু
ইচ্ছা করে আকাশ ছুইতে,
সাগরের গায়ে লেপ্টে যেতে।
বায়ু হয়ে নিশ্বাস দিতে,
সব মানুষের দেহে।
ইচ্ছে করে পাখি হতে,
পাগলের মতো স্বধীনতা পেতে।
ইচ্ছে করে হতে মরু,
সবকিছুই জড়াতে চাই হয়ে তরু।
ইচ্ছে করে আকাশ হতে,
চাঁদ গর্ভে ধারণ করতে।
ইচ্ছে করে আরো কতো কিছু
ভয় পাই,বড় ভয়।
লোভে পাপ,পাপে ক্ষয়,
তাই আছি যা তাই
হতে চাই না আর কিছু।

0.00 avg. rating (0% score) - 0 votes