দৈনন্দিন জীবনে কেড়েনাউ তুমি
গৃহের সুখের চাবিকাটি
কেড়েনাও তুমি বধূর ভালোবাসা
আর নবজাতকের ভবিষ্যত।
কি ভয়ংকর তুমি,
তোমার জন্য পিতার হাতে পূত্রের মৃত্যু
অবিশ্বাষ্য ঘটনা!
আমার এই বাক্য পদে পদে মিলবে।
এই আমার দৃঢ় বিশ্বাষ।
তুমি দাম্পত্য জীবনকে কেড়ে নাউ
পরিবর্তে তুমি এনে দাউ
ঘরে ঘরে দুঃখ-দর্দশার নিদারুন সময়।
তথাপি তোমার জন্য আহ্লাদিত জনগন,
সব চিছু সহে যাই সইতে পারি না
শিশুদের খাদ্যের জন্য কান্না।
তোমার জন্য-
নৃত্যাকারে বয়েচলে
নবজাতক-বধূর ক্রন্দনের জলের নদী।