শিকার

সবাই শিকারী
কিংবদন্তি নাটকের চরিত্রে
আমি অতিময় করেছি,
দেখেছি পৃথিবীর নটমন্ত্রেও
শুধু হাহাকার রাশি রাশি
বেদনায় ধ্বংস স্তুপ
গড়ে উঠেছে,পাহাড় প্রমোদ
মানুষের জঘন্য ভালোবাসা।
হাসছে কাঁদছে,ঊঠছে ডুবছে
মানুষের ইতিহাস তিমিরের তলে
আলোক আধার পথে
মাছরাঙা পাখিকে ডাকছে।
একে আরেকের শিকার
সবাই শিকারী।
অবুজ মানুষের সবুজ দেশ
পৃথিবীর কানায় ওকানায়
সবাই শিকারী;
ভালোবাসা গাছে ওঠে
গোধুলি লগ্নের শেষ
আলৌ টুকুর অপেখ্খায়-

0.00 avg. rating (0% score) - 0 votes