বাংলাদেশ – দুই

বাংলার ফুল, বাংলার ফল
সদা মনে যাচি;
বাংলার মাটি, বাংলার জল
বক্ষে ধরে বাঁচি।
বাংলার বিল, বাংলার ঝিল
দেহে নিয়ে ভাসি;
বাংলার ঘাট, বাংলার মাঠ
চক্ষে ছুঁয়ে হাসি।
বাংলার নদী, বাংলার দীঘি
আনমনে কত ভাবি;
বাংলার বাতাস, বাংলার আকাশ
স্বপ্নে এলে কাঁদি।

0.00 avg. rating (0% score) - 0 votes