বউকে জবাই করে স্বামীর আত্তহত্যা

বউকে জবাই করে স্বামীর আত্তহত্যা (কিছুদিন আগের সেই  পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে)

মোঃ ফারুক হোসাইন ফাহিম

 

বউয়ের মন মজেছে পরকীয়ায়
স্বামীকে কি আর ভালো লাগায় ?

হয়তো
এই কারনে তায়
ঝগড়া ঝাটি লেগেই থাকে
তুচ্ছ ছুতোনাতায়
হয় না মোটেও সমঝোতা
শরীরটা তাই তাতায় ।
কষ্ট কি তার মনের মাঝে
এই কারনেই ছিলো
বউয়ের জীবন কেড়ে কি তাই
নিজের জীবন দিলো ।

0.00 avg. rating (0% score) - 0 votes