ইচ্ছে

আমার যত আজব ইচ্ছে
এই দুনিয়ার তরে,
সকলই আজিকে বলিতে ইচ্ছে
যা-আছে হৃদয় ঘরে।
সকলের কাজে দেখিতে ইচ্ছে
এ মনের প্রতিবিম্ব,
স্নেহের বাতাসে নিভাইতে ইচ্ছে
সবার হিংসা দম্ভ।
প্রেমের প্লাবনে ডুবাইতে ইচ্ছে
দুনিয়ার সব দেশ,
নতুন জনম পাইতে ইচ্ছে
পুরানোরে করে শেষ।
যখন যা-চাই করিবার ইচ্ছে
চাইনা কারো নিষেধ,
স্বাধীন ভাবেতে চলিতে ইচ্ছে
ভাঙিয়া সকল বিভেদ।
আত্মপ্রকাশ করিতে ইচ্ছে
এ জগৎ সংসারে,
নিজের দু-পায়ে দাঁড়াইতে ইচ্ছে
অন্যের দয়া ছেড়ে।
পর্বত বাঁধা ভাঙ্গিতে ইচ্ছে
আপনার দুই হাতে,
পাখিদের মত উড়িতে ইচ্ছে
সোনালী এ প্রভাতে।
জগৎ জুড়িয়া ঘুরিতে ইচ্ছে
আপনার দুই পায়,
হাজার বছর বাঁচিতে ইচ্ছে
এরূপ- অনন্ত যৌবনায়।
পাতালের রূপ দেখিতে ইচ্ছে
মাটির বাঁধা লঙ্ঘি,
হিমালয় জয় করিতে ইচ্ছে
সাহসেরে করে সঙ্গী।
রংধনু মাঝে আঁকিতে ইচ্ছে
মনের আলপনা যত,
যা-আছে সবই সাজাইতে ইচ্ছে
নিজের মনের মত।
পৃথিবীর মাঝে দেখিতে ইচ্ছে
স্বর্গের মত সুখ,
সব হানাহানি ভুলিতে ইচ্ছে
ভুলিতে ইচ্ছে দুঃখ্।
আপনার প্রাণ দিয়েদিতে ইচ্ছে
বিশ্ব হিতের তরে,
আলোর মিছিল করিতে ইচ্ছে
সকলের ঘরে ঘরে।।

0.00 avg. rating (0% score) - 0 votes