রাঙা দুটি চরণ

রাঙা দুটি চরণ । শফিক তপন
————————————–
তোমাকে আরেকটি বার
দেখার আগে খোদা হয়না যেন আমার মরন,
চির বিদায়ের আগে আমি
ছুঁয়ে দিতে চাই তোমার ঐ রাঙা দুটি চরণ ।

চিরকাল যেখানেই থাকনা
তুমি নীরবে নিভৃতে শুধু আমারই হয়ে রবে,
তোমার গভীর মমতাময়
সব স্মৃতি আছে মিশে আমার সকল অনুভবে ।

তোমার বলা না বলা
কথার মালা আমার কণ্ঠে জড়ায় সকাল সাঁজে,
আমার অন্তর আত্মায়
মন বীণার ঝংকারে তা গভীর বেদনায় বাজে ।

0.00 avg. rating (0% score) - 0 votes