তোমাদের ব্যঙ্গ্যোক্তিগুলোতে আজ আমার কর্ণে জ্বালা হয়না।
আমি অমানুষ হওয়ার মার্গ পেয়েছি,
তাই তোমাদের অবহেলা আর তাচ্ছিল্যগুলো আজ আর আমার হৃদয়ের চোখে গোচর হয়না।
আজ আমি শত অপমান আর ব্যঙ্গ বিদ্রুপেও মানুষ হয়ে প্রতিবাদ করিনা।
তোমরা কি জানো?
আজ বিনম্র চিত্তের অমানুষ হয়ে যাওয়া এই আমি শত অপবাদেও মুখ খুলিনা।
হা হা হা হা …
তোমরা হাসছো তাই না?
বিশ্বাস করো;
আজ আমি তোমাদের কথামত অমানুষ হতে পেরেছি,
তাই তোমাদের মত মানুষদের সাথে পাল্লাদেয়ার প্রয়াস আর করি না।
এটাইতো চেয়েছিলে তাই না?
একটা রক্ত মাংসের মানুষকে অমানুষ দেখার বড্ড স্বাদ ছিলো তোমাদের তাই না?
যাও; আজ আমি মানুষ অমানুষের এই প্রতিযোগিতায় নিজেকে অমানুষের দলে দিলাম।
তোমাদের আশ্রয় লাভের হেতু আর কখনো মানুষ রূপে আসবো না।
অমানুষদের থেকে মানুষরা কখনোই নিরাপদ নয় তাই না?