রাজপথে এখনো মৃত্যুর মিছিল (২ )

রাজপথে এখনো মৃত্যুর মিছিল (২ )

সবুজ আহমেদ কক্স

sabuj

রাজপথে এখনো মৃত্যুর মিছিল

চলছে দিবানিশি

চলছে ছেলে বুড়োর সমন্বয়ে যৌথ মিছিল

কখনো বাসে-বাসে সংঘর্ষে

কখনো বাসে-ট্রেনে সংঘর্ষে

কখনো বাসে-ট্রাকে সংঘর্ষে

কখনো বাসের ছাদে

কখনো ট্রেনের ছাদে

কখনো কখনো পারাপারে রাজপথে

মিছিল ছলছে ভাইসব

মৃত্যুর মিছিল এইসব

দেখার কেউ কি নেই

অসহায় মানুষ

অসহায় মানবতা

ষোল কোটি বাঙ্গালীর আত্নচিৎকার

আকাশে

বাতাসে

উচ্চারিত

ধ্বনিত

আমরা বাচঁতে চাই

বাচঁতে চাই

বাচাঁর মতো বাচঁতে চাই

রাজপথে এখনো মৃত্যুর মিছিল

চলছে দিবানিশি

চলছে ছেলে বুড়োর সমন্বয়ে যৌথ মিছিল ..

0.00 avg. rating (0% score) - 0 votes