ভারোবাসার কাছে কৃতদাস আমি নই
———————————
ভালোবাসার কাছে কৃতদাস আমি তো নই
নতজানু হয়ে ভালোবাসা স্রোতের প্রতিকূলে
দাড় টানা নৌকার মত।
এই নদী জল দূরবর্তী অসম পাহাড়
সুউচ্চ চুড়া ছুয়ে যাওয়া মেঘেদের অভিলাষ..
জল ছুয়ে ছুয়ে মেঘ,মেঘ চুয়ে চুয়ে বৃষ্টি
ভালোবাসা
দুঃখ
কষ্ট
ভেবে নেওয়া সুখ বোধ
এ সব কিছুই সমীকরণ, ভালোবাসার বিন্যাস..
ভালোবাসার কাছে কৃতদাস আমি তো নই।
ভালোবাসার কাছে কৃতদাস আমি তো নই
আমি এক মাঝি তেপান্তরের স্বপ্ন নিয়ে
নিমগ্ন জল স্রোতে রাশি রাশি ফেনিল তরঙ্গ
ঘুমের চোখে নোনা ঝাপটা দেয়
স্বপ্ন
ভাঙ্গা
গড়া নিয়ে..
প্রতিকূলতা যেন তুচ্ছ উপহারের মুল্যবোধের
কাছে তীরে আমি একা তরী বেয়ে..
ভালোবাসার কাছে কৃতদাস আমি নই।