অর্ধাঙ্গিনী
————–
চুলগুলো উসকো খুসকো হয়ে অাছে
কেউ তো বলার নেই চুল গুলো পরিপাটি কর ;
চিরনি কোথায় কে খোজ রাখে?
বাথ রুমে ব্রাশ খুজে পাাইনা
কখন য়ে কোথায় রাখি,
মনে রাখতে পারিনা একা থাকি তো
কত: ঝামেলা!
বেড টি খাওয়ার অভ্যাস, বুয়া তো অার
এত: সকালে অাসেনা,
সকালের নাশতা হোটেলে অার কি!
বিছানা পত্র অগোছালো থেকে যায়
শোয়া অার উঠা,
সিগারেট হার্টের ক্ষতি করে এটা অবশ্য জানি,
“ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকারক
এমন ভাবে বলার জন্য (অান ডিসিপ্লিন লাইফে)
একজন তো (লাইফ পার্টানার দরকার হয়)