অনুভূতি
———–
কখনও কি বলা যায় কষ্ট পাওয়ার মত অনুভূতি গুলো, কাপড়ে গুজে রাখা খোলা সেফটিপিন দুর্বা ঘাসেরও সরু ডগা,
খোলা পায়ের নিচে পড়া মাটির শক্ত কণা…
আমি তো মধ্য রাতের তেপান্তরের পথিক
ভীর বাট্রা নেই তবুও বাতাস কেটে পেড়িয়ে যাওয়া মধ্য রাতের ট্রেনের বুক কাপানো শো শো শব্দ
ঝি ঝি পোকার ঝাঝালো সুর শঙ্কিত করে তোলা ডাহুকের করুণ আর্তনাদ…
যেতে হবে, পথিক আমি! পেরুতে হবে পথ
প্রতিকূলতা সময়ের আর বৈরীতা ভালোবসায়
আধারের রাত্রি আর রাত্রির আধার
সমাদৃত জীবন সুখবোধ গুলো প্রথম প্রহরের আলোক রেখা,
বাকী সবকিছুই একান্তই আমার।