তোমার জন্য সহস্র শ্রদ্ধা হে বঙ্গ পিতা ( ২ )
সবুজ আহমদে কক্স
তুমি আজ সারা বাংলা জুড়ে
লাল-সবুজ পতাকায় আকাঁ ছবি
তুমি আজ সারা বাংলা জুড়ে
ক্ষণে
ক্ষণে
মনে
মনে
আবাল-বৃদ্ধা বণিতার শ্রেষ্ঠ কবি
তুমি আজ সারা বাংলা জুড়ে
সারা বাংলার …হে বঙ্গ পিতা
তুমি আছো
তুমি রবে
যুগে
যুগে
বাঙ্গালীর হৃদয়ে হৃদয়ে
তোমার জন্য সহস্র শ্রদ্ধা
হে বঙ্গ পিতা……..
মতামত পেলে ভালো লাগে
khob valo hoice soboj vai ,,,,,, unlimited thanks….