জবানী

হচ্ছে কি?
বলছে সবাই হুজুর জ্বি।
মরছে মানুষ
বিচার কই?
কাঁদছে কেন
মা-ঝি ?
বিবেকবানেরা হলো কি?
বধির না ন্যাকা শষ্ঠী।
শিশুর মুখো কেন ভয়?
ধর্ষণ শুধু কেন
গরীররা হয়?
বিচার কই
জবাব নেই।
তদন্ত কমিটি কিসের এত ?
কাঁদলেই গরীব তদন্ত কর।
ধর্ষণ হলো
বিচার কি ?
দেখছি না।
পেটের শিশুর যখন
বুলেট হানা।
বিচার চাই,দিতে হবে
নইলে অধিকার দিতে হবে।
আমি যে চাই,
শান্ত,শিষ্ট দেশ।
একাই যখন পারছি না
পাপকে করতে সাফ,
আত্মহত্যা করবো এবার
এই কথাটাই শেষ।
তবু ও যদি কাঁদে না শিশু,
থাকেনা ধর্ষণ,খুন খারাপির রেশ
শান্ত হয় দেশ।।

0.00 avg. rating (0% score) - 0 votes