ধ্যাত্তেরী ভালো আর লাগে না
জীবনের কোনো হিসেব মিলে না
যোগ বিয়োগ
গুণ ভাগ
পাটিগণিত
বীজ গণিত
জীবনের জ্যামিতি’রাও উল্টোপথে হাটেঁ
যুক্তিবিদ্যা’র যুক্তি ও আর মিলে না
বৈধ অবৈধ সব মিলে একসূত্রে গাথাঁ
ধ্যাত্তেরী ভালো আর লাগে না
জীবনের কোনো হিসেব মিলে না…#