সময় কি অফুরন্ত? না কি চাওয়া পাওয়াই সীমিত! ৩৭টি বছর
অবহেলিত সব কিছুই,সব কিছুই অবহেলিত
শীত বসন্ত মেঘের জল সমুদ্রে হেলে পড়া সুর্য
পাড়ি দিয়ে কত রাত্রি, কত ভোর।
কি ই বা পাওয়ার থাকে!
ভালোবাসা ময় পাতাহীন বটবৃক্ষেরর এক চিলতে ছায়া…
তারই নিচে স্বপ্ন দিয়ে মোড়ানো অসমাপ্ত ঘর
শুধু কি বিষাদময় হবে ৩৭টি বছর?
আশার ফোয়ারা গুলি জল বিচ্ছুরন করতে থাকে জীবনের প্রতিটি বাকে বাকে
স্বপ্নময় অন্ধকার গহ্বরে…
হয়তবা বসন্ত এসেছিল একবার ফুল ফোটার অযুহাতে..নিরুত্তাপ আগমনী ছিল তার
বিদায়ী পলকেই…
ঋতু শুধুমাত্র বর্ষাকেই বেছে নিয়েছি
সব কিছু মুছে তাড়িয়ে নিয়ে আসা
আমার ৩৭ টি বছর..।