ফেরা হবে না …

ফেরা হবে না …
আর সেই পথে দুরন্ত দস্যুপনার মাঝে
দুর্বা ঘাসের ডগা মাড়ানো শিশির কনা
ছুয়ে….

ফেরা হবে না…
আর সেই স্কুলের ঘন্টা বাজানো সময়ের
অপেক্ষায় থাকা উৎসুক মন আর দৌরে
পালানো স্কুল ব্যাগ নিয়ে…

ফেরা হবে না….
আর সেই কৈশরের ভালো লাগা আবেগঘন
মুহুর্ত বইয়ের মাঝে লুকিয়ে দেয়া গোলাপ বা
বকুলের কৌতুহল নিয়ে….

ফেরা হবে না….
আর সেই ৩০ বছর পুর্বে ফেলে আসা সময়ের
ভুল ভ্রান্তি শোধরাবার মত
অনুশোচনা নিয়ে….
ফেরা হবে না.. আর… ফেরা হবে না..

0.00 avg. rating (0% score) - 0 votes