প্রতিশ্রুতির দেয়ালটা নোনা অবয়ব ঘুনে ধরা
সিড়ি বেয়ে নিচে নেমে আসা স্যাতস্যাতে
স্মৃতির অমসৃন প্রেক্ষাপট….
ঘোলাটে ছবির মতই সংরক্ষীত কিছু রোমন্থন
এবরো থেবরো সনাতন প্রাচীরের মত
মনের এক কোনে…..
সূরা বিহীন কিছু শুন্য পেয়ালা মদিরা আর তানপুরা তে জৌলুস নেই তেলহীন
লুন্ঠনের অন্ধকারাচ্ছন্ন চারধারে..
জলসা ঘরে আমি একা, কোন এক দেবী
মনের মন্দিরে ভালোবাসার গান শুনিয়েছিল
আশাজাগানিয়া বেদনাহত সুরে….
ভগ্নপ্রায় দ্বার এখনও আটা আছে
অযাচিত স্বপ্নের মত হটাৎ যদি কখনও
সে কড়া নাড়ে……
ভালো লেখার চেষ্ঠা করছি। আরও ভালো কিছু লেখার চেষ্ঠা করব
তবে আশাবাদী পারব