পাপী আমি নই

পাপী আমি নই
আমার লুকিয়ে রাখা অসমাপ্ত সায় গুলো
ভুল পথে পরিচালিত করে অদেখা
মাঝখানটায় শুন্যস্থান রেখে…l

পাপী আমি নই
দৃষ্টি আমাকে প্রভাবিত করে,চারপাশের অস্পৃশ্য নগ্নতা সাবলিল চিন্তা রেখার মাঝে
অসাবলীল প্রলেপ পড়ে ।

পাপী আমি নই
প্রতিবাদী আমাকে ভীরু করে তোলে মূল
স্রোতের বাইরে একাকী এই আমাকে
নির্বাসিত করে ।

পাপী আমি নই
মুক্ত চিন্তা অনুশোচমেয় .. দায় মুক্তির
ভ্রান্ত খেলায় পরাজয়ের নিছক শখে
মত্ত হয়ে।
পাপী আমি নই–পাপী আমি নই

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “পাপী আমি নই

Comments are closed.