কে যেন আমার পাশে?
————————-
কে যেন আমার পাশে?
নির্লিপ্ত নীরবতার মাঝেও তবুও একাকী নই
নিথর রাত্রিতে ভয় তাড়া করে
ছায়া সঙ্কট এই আধারের মাঝে
তবুও আমি ভীত নই…
কে যেন আমার পাশে?
অজানা এক শক্তি আমাকে দৃড় করে তোলে
প্রতীক্ষার শক্ত আঙ্গিনায় সময়ের দুর্বা গজায়
তবুও আমি সজীব অতন্দ্র এক প্রহরী
নির্ঘুম মায়াজালে….
কে যেন আমার পাশে?
অবারিত মেঘের ভীড়ে বর্ষা আসে পেড়িয়ে যায়
বিনম্র প্রকৃতিতে কত বকুল কদম্ব ফোটে তবুও
পকেটে দুখানা শুখনো বকুলের মায়া
আজও তাড়িয়ে নিয়ে বেড়ায়….
ভালোবাসার এক মোহবিষ্ট মায়ায়
কে যেন আমার পাশে?কে যেন আমার পাশে?