কথা ছিল…
সময়কে বাঘ বন্দি করব, অর্থহীন প্রতিশ্রুতি
বিরামহীন সময়ের কাছে। কিসের মুল্যবোধ?
অসহায় আত্নসমর্পন…
কথা ছিল…
দুজনে মেঘের বালিশে করে বৃষ্টি চেপে রাখব
অবিরাম ধারায় ঝরছে তো ঝরছেই
তিক্ততা এ ভেজা যেন অনন্ত সময়ের জন্য…
কথা ছিল….
শীত কে বশীভূত করার.!আবেগের প্রস্রবিত
স্রোত ধারায় আঙ্গুলের ফাকে আঙ্গুল জড়িয়ে
উষ্ণতা ছড়াব….
কথা ছিল….
চাদ কে অনুকরণ করার নিজেকে তোমার মাঝে বিলীন করে দিয়ে অমানিশার রাতে
জোনাক পোকার মত জ্বলব…
কথা ছিল…
শত জনমের অঙ্গীকারনামায়.. নস্বর এ দেহ
অবিনস্বর ভালোবাসাকে অম্লান
সঙ্গায়িত করে রাখব…