ভুলতে দেবনা আমায়

ভুলতে দেবনা আমায় । শফিক তপন
—————————————–
ভালবাসি আমি ভালবাসি সারা জীবন ভালবেসে যাব যে তোমায়,
কখনও কোনোদিন কোন কালে কভু ভুলে যেতে দেবনা আমায় ।
যদি ভুল করে কখনও পালিয়ে গিয়ে কোন অজানায় হারিয়ে যাও,
শুধু আমার স্মৃতি ভাসবে চোখে আকাশে বাতাসে যেদিকে তাকাও ।

আমি বাতাস হয়ে ছুটে যাব সেথা অচেনা সেই তোমার ঠিকানায়,
তোমার চুল ছুঁইয়ে চমকে দেব নিত্য সঙ্গী হব তোমার বিছানায় ।
তোমার শরীরের মাতাল গন্ধ হয়ে তোমায় ঘিরে থাকব অবিরল,
কখনও তোমার মুখের হাসি হব কখনও হব তোমার চোখের জল ।

নিশীথে ঘুম হব তোমার চোখের নিয়ে যাব তোমায় স্বপ্নের দেশে,
ভোরে তোমার চোখের ঘুম ভাঙ্গাব আমি ঊষার আলো হয়ে এসে,
প্রত্যহ স্নানে তোমার সর্বাঙ্গের সঞ্চালিত ছল খল জল হব আমি,
শ্বাস হয়ে ঢুকে তোমার বুকে সাজাব ভালবাসার ছোট্ট ঘর খানি ।

তোমার কাজল কাল চুলের বেণী হব দুলব তোমার বুকের পাশে,
শাড়ীর আঁচল হয়ে লুটাব তোমার গায় হারাব রুপ চর্চার সুবাসে ।
কখনও কোনোদিন কোন কালে কভু ভুলে যেতে দেবনা আমায়,
প্রীতি ও প্রেমের পুণ্য আসনে বসায়ে সর্বদা ভালোবাসব তোমায় ।

0.00 avg. rating (0% score) - 0 votes