তুমি কত সুন্দর

তুমি কত সুন্দর । শফিক তপন ২১শে শ্রাবণ ১৪২২
—————————————————-
এপৃথিবীর বুকে
তুমি প্রস্ফুটিত সবচেয়ে সুন্দরতম ফুল,
শুধু তোমাকেই
দেখার জন্যে আমার হৃদয় হয় আকুল ।

তোমাকে সুন্দর
লাগে তাই দেখি সেকি মোর কোন ভুল ?
তোমার জন্যে
কেঁদে কেঁদে মরে আমার পরাণ বুলবুল।

শিশিরে ভেজা
পাপড়ির মত ঠোট মেঘের মত নরম চুল,
ফুলের চেয়েও
রূপসীযে তুমি হরিণ নয়ন তোমার অতুল ।

তোমার রুপের
আসক্তিতে ভাসে আমার হৃদয়ের দু কূল,
তুমি সবচেয়ে
সুবাসিত বিনোদিনী আমার বাগিচার গুল ।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “তুমি কত সুন্দর

  1. ভালবাসি এ কথাটা বলব তোমাই।কিন্তু বলতে পারিনী এক নিরীহ মায়াই আসাই থাকি কবে বলবে আমাই। আজ আমি চেয়ে থাকি তোমারি আসাই* ***

Comments are closed.